পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিম্নমান হিসাব সহকারী ও নিরাপত্তা পহরী পদের প্রশ্ন সমাধান / BREB QUETION SOLUTON

  • প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড
  • পদের নামঃ নিম্নমান হিসাব সহকারী ও নিরাপত্তা পহরীসহ ৪ ক্যাটাগরী (সকল বিষয়ে এক সাথে পরীক্ষা)
  • পরীক্ষার তারিখঃ ১০ জুন ২০২১
  • পরীক্ষার সময়ঃ সকাল ১১টা থেকে ১২.০০ টা
  • পরীক্ষা হয়েছিল ঢাকা শহরে


  • নাম্বার বণ্ঠণ
বিষয়নম্বর
বাংলা২০
ইংরেজি২০
গণিত২০
সাধারণ জ্ঞান২০
মোট
৮০ নম্বর


বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড  এর নিম্নমান হিসাব সহকারী ও নিরাপত্তা প্রহরী পদের সম্পূর্ণ  প্রশ্ন সমাধান।


নিয়মিত পোস্ট ও সঠিক আপডেট পেতে আমাদে ইউটিউব চ্যানেল job helpline bd ফলো করতে পারেন


                                        

                                      ৪টি পদের বিগত প্রশ্ন সমাধান  এক সাথে

 বংলা  অংশের সমাধান

1. কোনটি ধ্বনি বিপর্যায়ের উদাহরণ?

পিশাচ - পিচাশ


2. বিদ্বজ্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

বিদ্বৎ + জন


3.  কোনটি গ্রিক শব্দ? 

ডেঙ্গু


4. পদাত্নক দিরুক্তির উদাহরণ কোনটি?

হাতে হাতে


5. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন পদে?

দ্বন্দ্ব সমাসে


6. কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাঁটি বাংলা উপসর্গের অন্তভুক্ত?


7. চিন্তা করো না কালই আসছি' বাক্যটি কোন কালের?

ঘটনামান বর্তমান


8. মেঘে বৃষ্টি হয়' কোন কারকের কোন বিভক্তি?

অপাদানে ৭মী


9. নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট নয়? 

অভিপ্রায়


10. নিখাদ' অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?

কাঁচা সোনা


11. গৃধ্র শব্দের অর্থ কি?

শকুন


12. নিচের কোন বানানটি শুদ্ধ?

চূর্ণবিচূর্ণ


13. দিরুক্ত শব্দ কত প্রকার? 

৩ প্রকার


14. কোটি তৎসম শব্দ নয়?

ঢাকা


15. উপদেশাত্নক অনুজ্ঞভাবে উদাহরণ কোনটি? 

মানুষ হও


16. সুচয়নী কোন ধরনের গ্রহন্থ?

কবিতা সংকলন


17. তত্ত্ববোধিনী' পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?

1843 সালে


18. খেউর খাওয়া' বাগধারার অর্থ কি?

গালাগালি করা


19. সুকান্ত ভট্রাচার্জ কত সালে মৃত্যুবরণ করেন?

1947 সালে


20.  কুহক এর সমর্থক শব্দ কোনটি?

বচন


সাধারন জ্ঞান অংশের সমাধানঃ

১. লাইন অফকন্ট্রল কোন দেশের সীমান্তে অবস্থিত?

ভারত ও পাকিস্থান


২. ছয়দফা কর্মসূচী ঘোষিত হয় কত সালে?

১৯৬৬ সালে


৩. পদ্মা সেতুর দৈর্ঘ কত?

৬.১৫ ও ১৮.১০


৪. ষ্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?

সিউল


৫. ম্যাডোনা ৪৩ এর চিত্রকর কে?

জয়নুল আবেদিন


৬. অপারেশন সার্চ লাইট কত সালে সংঘটিত হয়?

১৯৭১ সালে


৭. কাইজার কোন দেশের প্রাচীন  রাজাদের বলা হয়?

জার্মানি


৮. বাংলাদেশের একমাত্র পাহার ‍বিশিষ্ট দ্বীপের নাম কি?

মহেস খালি


৯.  মুজিব বর্ষ  সময় কাল কত?

১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২২


১০. ২০১১ সালে ফিফা কাপে বলের নাম কি ছিল?

ব্রাজুকা


১১. কোন দেশের ব্রিটিশ উপ নিবেশ ছিল না?

নেপাল


১২. শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?

জাপান


১৩. সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশের নাম কি?

চীন


১৪. ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?

তুরস্ক


১৫. নিচের কোন স্থানটি বিশ্বের ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি?

পাহার পুর


১৬. মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র কোনটি?

জয়যাত্রা


১৭. বঙ্গবন্ধু স্যাপটলাইট কোন দেশ থেকে উৎক্ষেপ করা হয়?

যুক্তরাষ্ট্র


১৮. আই হ্যাভ এ ড্রিম কার লেখা?

মার্টিন লুথার কিং


১৯. পিরানহা কিসের নাম?

মাছ


২০.  মানুষের শরীরে কত লিটার রক্ত থাকতে পারে?

৪/৫ লিটার



ইংলিশ অংশের সমাধান 

1. He is populer..... all his goodness.

with, for


2. choose currect sentenc....

i saw her inter the room.


3. Find out the correct sentences:

 He and I are present.


4. Who is calling me? বাক্যটির Passive form হবে

উত্তরঃ By whom am I being called?


5. Choose the word closest meaning to the word ‘absorbed’. 

উত্তরঃ Engrossed


6. There are two brothers, but ___ of them were honest. 

উত্তরঃ Neither

 

নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন সমাধান


১। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ

 উত্তরঃ হরিকেল  

 

২। RAM শব্দের অর্থ কি

উত্তরঃ Random access memory 

 

৩।সাপের পাঁচ পা দেখাপ্রবাদের অর্থ কী?

 উত্তরঃ অহংকারে অম্ভবকে সম্ভব মনে করা 

৪। ‘Out and out’ means-

  উত্তরঃ Thoroughly

 

৫। দুইটি সংখ্যার অনুপাত : এবং এদের .সা.গু =

হলে সংখ্যা দুটির .সা.গু কত?

 উত্তরঃ ২৪


৬। Choose the word closest meaning to the word ‘absorbed’. 

উত্তরঃ Engrossed

 

৭।ষ্ণসংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?

 উত্তরঃ ষ্+

 

৮। The phrase pooh-pooh is —. 

উত্তরঃ To reject

 

৯। মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে

উত্তরঃ মুন্সি আব্দুর রউফ [ তিনি শহীদ হন এপ্রিল ১৯৭১

 

১০।প্রথম আলোউপন্যাসটি কে লিখেছেন?

 উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

 

১১। ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?

 উত্তরঃ ৬০%

 

১২। পিতা পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর।

 পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?

উত্তরঃ পুত্রের বয়স ২০ বছর

 

১৩। There are two brothers, but ___ of them were honest. 

উত্তরঃ Neither

 

১৪। নিচের কোনটি তৎসম শব্দ

উত্তরঃ নারিকেল 

 

১৫। শয়ন, হরণ, গ্রহণ এগুলো কোন বিশেষ্য

উত্তরঃ সঠিক উত্তর অপশনে নাই 

 

১৬। রঙিন টেলিভিশন থেকে ক্ষতি

কর কোন রশ্মি বের হয়?

 উত্তরঃ রঞ্জন রশ্মি

 

১৭। logx(1/8) = -2 হলে, x = কত?

 উত্তরঃ 2√2

 

১৮।ইচ্ছুকশব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?

 উত্তরঃ -উক 

 

১৯। x – y = 2 এবং xy = 15 হলে (x+y) এর মান কত?

 উত্তরঃ 8

 

২০। , ১১, ১৭, ২৯, ৫৩………ধারাটির পরবর্তী সংখ্যা কত?

 ‍উত্তরঃ ১০১

 

২১। We have to deal ___ our problem.

 উত্তরঃ with 

 

২২। Choose the correct spelling. 

উত্তরঃ Achievement

২৩। একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

 উত্তরঃ ১৮০ ডিগ্রী

 

২৪। রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত

উত্তরঃ দিনাজপুর

 

২৫। ‘Accommodation’ is —. 

উত্তরঃ Noun

 

২৬। Find out the wrong sentence. 

 উত্তরঃ She has been ill for quite a long time. 

 

২৭। কাজী নজরুল ইসলামেরসাম্যবাদীকবিতায় উল্লেখকৃতশাক্যমুনিকে?

 উত্তরঃ গৌতম বুদ্ধ 

 

২৮। ECNEC এর চেয়ারম্যান কে

উত্তরঃ প্রধানমন্ত্রী

 

২৯।কৃশশব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ স্থূল

 

৩০।পন্ডিতমূর্খএর ব্যাসবাক্য কোনটি?

 উত্তরঃ পন্ডিত সেজে আছে যে মূর্খ [বেশি সঠিক পন্ডিত হয়েও যে মূর্খ

 

৩১। ‘Gulliver’s Travels is written by – 

উত্তরঃ Jonathan Swift

 

৩২। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়

১৯৭১ সালের কোন তারিখে?

 উত্তরঃ মার্চ 

 

৩৩। ১০.০২.০০০১ = কত?

 উত্তরঃ .০০০০২ 

 

 

৩৪। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি?

 উত্তরঃ  

৩৫। Choose the word which is most nearly opposite to the word ‘OPAQUE’

 উত্তরঃ Transparent

 

৩৬। লেনিনগ্রাড এর বর্তমান নাম কি

উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ 

 

৩৭। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে এক কথায় কি বলে

উত্তরঃ ক্ষণপ্রভা

 

৩৮। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান।

 কোণটির মান কতউত্তরঃ ৩০ ডিগ্রি

 

৩৯।হাড় হাভাতেবাগধারাটির অর্থ কোনটি?

 উত্তরঃ হতভাগ্য 

 

৪০। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান

উত্তরঃ মহাহিসাব নিরীক্ষক

নিয়ন্ত্রকের কার্যালয়

 

৪১। The correct translatioon of ‘সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে’ –

উত্তরঃ The anti-socials are still at large.

 

৪২। দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী। এখানে দামিনী অর্থ হলো?

 উত্তরঃ পৃথিবী 

 

 

৪৩। I am used to ___ coffee in the morning now.

 উত্তরঃ drinking

 

৪৫। They went to school yesterday, ___? 

উত্তরঃ didn’t they?

 

৪৬। জলবায়ুর উপাদান নয় কোনটি?

 উত্তরঃ সমুদ্রস্রোত

 

৪৭। Do you know the solution __ the problem?

 উত্তরঃ to

 

৪৮। কোনটি কোষের প্রাণশক্তি বলা হয়

উত্তরঃ মাইটোকন্ড্রিয়া

 

৪৯। কোন বানানটি শুদ্ধ?

 উত্তরঃ মহীয়সী

 

৫০।সংসারএর সন্ধি বিচ্ছেদ কোনটি?

 উত্তরঃ সম্+সার

 

৫১। ‘Othelo’ is a Shakespear’s play about –

 উত্তরঃ A Moor

 

৫২।  Everyone ___ when a thief entered into our house

উত্তরঃ was asleep

 

৫৩। What is the right Synonym of ‘Hostile’? 

উত্তরঃ Unfriendly

 

৫৪। ÷ = কতউত্তরঃ অসীম 

 

৫৫। ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে 

 সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবেউত্তরঃ 

 

৫৬।বিশ শতকের মেয়েউপন্যাসটির রচয়িতা কে

উত্তরঃ . নীলিমা ইব্রাহিম

 

৫৭।ম্রিয়মাণশব্দের অর্থ কোনটি?

 উত্তরঃ যার মৃত্যু অবস্থা 

 

৫৮। টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায়

 টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবেউত্তরঃ ৫০%

 

৫৯। Find out the correct sentences:

 উত্তরঃ He and I are present.

 

৬০। m – 1m = 2, হলে, m4 + 1m4 = কত

উত্তরঃ 34

 

৬১।  কোনটি শুদ্ধ বানান?

 উত্তরঃ ইন্দ্রিয়

 

 

৬২। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজা কয়টি?

উত্তরঃ ৫টি 

 

৬৩।বঙ্কলশব্দের অর্থ কোনটি?

 উত্তরঃ বৃক্ষত্বক

 

৬৪।ততোধিকশব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?

 উত্তরঃ ততঃ + অধিক

 

 

৬৫। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?

 উত্তরঃ ক্রোমোজম

 

৬৬। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান প্রায়-

 উত্তরঃ .০৩

 

৬৭। Sustainable Development Goals (SDG) কয়টি

উত্তরঃ ১৭টি 

 

৬৮।Who is calling me? বাক্যটির Passive form হবে

উত্তরঃ By whom am I being called?

 

৬৯।হৈম কে আমি লেইয়া যাইবকে বলেছিল?

 উত্তরঃ হৈমন্তীর স্বামী

 

৭০। একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০

 মিটার হলে আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

উত্তরঃ ৫০

 

 


পল্লী বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক pdf
পল্লী বিদ্যুৎ প্রশ্ন সমাধান ২০২২
পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২
পল্লী বিদ্যুৎ প্রশ্ন সমাধান ২০২৩
পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লিখিত পরীক্ষার প্রশ্ন
পল্লী বিদ্যুৎ মিটার রিডার নিয়োগ প্রশ্ন
পল্লী বিদ্যুৎ বিলিং সহকারী নিয়োগ প্রশ্ন

Page Navigation

BREB QUETION SOLUTON
নিম্নমান হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ও মানবণ্ঠণ

MCQ প্রশ্ন সমাধান- পল্লী বিদ্যুৎ (BREB) নিয়োগ পরীক্ষা ২০২৩ ডাউনলোড পিডিএফ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন